ফুটবল

বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে রাতে বাংলাদেশ-ওমান ম্যাচ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই জুন ২০২১ ০৮:০৮:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ প্রাক বাছাইয়ের শেষ ম্যাচে রাত ১১টা ১০ মিনিটে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ইনজুরি আর কার্ড জটিলতায় নতুনদের উপরই ভরসা করতে হচ্ছে কোচ জেমি ডে'কে। চেনা জানা দলটার সাথে ভাল খেলে পয়েন্ট অর্জন করাই লক্ষ্য লাল-সবুজদের।

করোনার কারণে বিশ্বকাপ প্রাক বাছাইয়ে ই' গ্রুপের সব ম্যাচ হচ্ছে সেন্ট্রাল ভেন্যু কাতারে। সেখানে তিন হোম ম্যাচের দুটিই খেলে ফেলেছে জামাল ভুঁইয়ারা। শেষ ম্যাচটায় বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ওমান। 

দোহায় যাওয়ার পর থেকেই অনুশীলনের মধ্যেই আছে দল। কিন্ত কার্ড রেসটেকশন আর ইনজুরিতে বাদ পরেছেন অভিজ্ঞ ফুটবলাররা। যে কারণে তরুণ আর জাতীয় দলে নতুন ফুটবলারদের উপরই নির্ভর করতে হচ্ছে লাল-সবুজ শিবিরের।

৩ জুন কাতারে আফগানিস্তানের সঙ্গে ১–১ গোলে ড্র করে বাংলাদেশ। ১১ জুন সেই আফগানিস্তানকে ২-১ গেল হারিয়েছে ওমান। র‌্যাংকিংয়ে ১০৪ ধাপ এগিয়ে  ওমান। 

আজ ১ পয়েন্ট পেলেও এশিয়ান কাপ বাছাইয়ের প্লে–অফ এড়াতে পারবে না বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতলে সেরা চার রানার্সআপের একটি হয়ে ওমানের এশিয়ান কাপ নিশ্চিত হবে।

আফগানদের বিপক্ষে লড়াকু মানসিকতা আর জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচ খেলা তপু বর্মনের অভিজ্ঞতাই হতে পারে বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা।

আরও পড়ুন