ফুটবল

বিশ্বকাপ বাছাই: ওমান যাচ্ছে বাংলাদেশ দল

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৪ঠা নভেম্বর ২০১৯ ০২:৪৯:৩৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ বাছাই ম্যাচ এবং তার আগের দশ দিনের ক্যাম্প সামনে রেখে ওমান যাচ্ছে বাংলাদেশ দল। রবিবার, রাত সাড়ে ৯টায় ওমানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জেমি ডের শীর্ষরা।

‘ই’ গ্রুপে তিন ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে সবার শেষে বাংলাদেশ। গত অক্টোবরে, কাতারের বিপক্ষে দেশের মাটিতে লড়াই করে ২-০ গোলে হারার পর কলকাতায় ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এই দুই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে ওমান যাচ্ছে বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০০ ধাপ এগিয়ে ওমান। শক্তিশালী এই দলের বিপক্ষে লড়াই করার মানসিকতা আছে বলছে টিম ম্যানেজম্যান্ট। সোমবার, ওমানে শুরু হবে ট্রেনিং ক্যাম্প। গত ১৫ই অক্টোবরের পর আবার পুরো দল একসঙ্গে শুরু করবে অনুশীলন। আগামী ৯ই নভেম্বর বাংলাদেশের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। প্রতিপক্ষ ওমানের শীর্ষ কোন ক্লাব।

আরও পড়ুন