জাতীয়

বিশ্বের বুকে সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে সকলকে এক হওয়ার আহ্বান

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে মার্চ ২০২১ ০৯:৪১:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বর বুকে দক্ষিণ এশিয়াকে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলতে এ অঞ্চলের নেতৃবৃন্দকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ মার্চ) বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অষ্টম দিনের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, 'দক্ষিণ এশিয়ায় বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ মানুষের বসবাস। এ অঞ্চলে যেমন সমস্যা রয়েছে, তেমনি রয়েছে প্রচুর সম্ভাবনা। আমরা যদি আমাদের জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করি, তাহলে অবশ্যই দক্ষিণ এশিয়া বিশ্বের মধ্যে অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা পাবে।' সেক্ষেত্রে শান্তিপূর্ণ আঞ্চলিক পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, 'বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে ভুটান-বাংলাদেশ একে অপরকে সহযোগিতা করে যাচ্ছে। এছাড়া ভুটানই প্রথম দেশ যারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।' পৃথিবী দ্রুতই করোনা মহামারি থেকে মুক্তি পাক, সেই কামনার পাশাপাশি ভুটান বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘজীবি হওয়ার আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিব চিরন্তন থিমের ওপর আয়োজিত অনুষ্ঠানে বুধবার বিকেল ৫টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয় অষ্টম দিনের আয়োজন। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি দেশ গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।

আরও পড়ুন