আন্তর্জাতিক, আরব

বিশ্বে জ্বালানি তেলের চাহিদাবৃদ্ধিতে সৌদির অর্থনীতির ঊর্ধ্বমুখী

ফারুক হোসাইন

ডিবিসি নিউজ

বুধবার ১০ই নভেম্বর ২০২১ ০৭:৪৪:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সৌদিআরবের জিডিপি বেড়েছে ৬.৮%

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সৌদিআরবের জিডিপি বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ হারে।   ২০১২ সালের পর, এটা  সবচেয়ে দ্রুত সম্প্রসারণ।  দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষ মঙ্গলবার  এ তথ্য জানিয়েছে।  সংস্থাটির মতে, বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদাবৃদ্ধিই সৌদির অর্থনীতি ফুলেফেঁপে উঠতে সাহায্য করেছে। 
২০১৪ সালের পর, বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।  আর এ সুযোগ, বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তনিকারণ দেশ সৌদি আরবের জন্য সুখবর বয়ে এনেছে। 
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বের বৃহ্ত্তম তেল রপ্তানিকারক দেশটির অর্থনীতি ফুলেফেঁপে উঠেছে রেকর্ড পরিমাণে।  চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সৌদিআরবের জিডিপি বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ হারে।  এক দশকে যা সর্বোচ্চ। 
এক বছর আগে একই সময়ে তাদের জিডিপি প্রবৃদ্ধি ছিল মাইনাস ৪ দশমিক ৫ শতাংশ।  জিএএসটিএটি’র হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে সৌদির তেল কার্যক্রম বেড়েছে পুরো ৯ শতাংশ, যেখানে আগের প্রান্তিকেও এর হার কমেছিল সাত শতাংশের মতো। 
লন্ডনভিত্তিক সংস্থা ক্যাপিটাল ইকোনমিকস জানিয়েছে, এ বছরের চতুর্থ প্রান্তিক ছাড়িয়ে আগামী বছরও সৌদির তেল উৎপাদন বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।  আর তার জেরে ২০২২ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৩ শতাংশ।

আরও পড়ুন