রাজধানী

জাদুঘরে 'সুইজারল্যান্ড কর্নার' উদ্বোধন

আবু বকর

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই অক্টোবর ২০২১ ১১:৩৩:২৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয় জাদুঘরের বিশ্ব সভ্যতার গ্যালারিতে 'সুইজারল্যান্ড কর্নার'-এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার 'সুইজারল্যান্ড কর্নার' উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআর্ড। ঢাকার সুইজারল্যান্ডের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অতিথিদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত শিউআর্ড বলেন, জাতীয় জাদুঘরে সুইস কর্নার বাংলাদেশে সুইজারল্যান্ডের ক্রমবর্ধমান সম্পর্কের একটি অনন্য মাইলফলক। সুইজারল্যান্ড সম্পর্কে আরও জানতে সকলকে পরিবার ও বন্ধুদের নিয়ে এ কর্নার ঘুরে দেখার আমন্ত্রণও জানান তিনি।

এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী তার বক্তব্যে শিল্প ও সংস্কৃতিসহ সকলক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অধিক সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

সুইজারল্যান্ড কর্নারে মাল্টিমিডিয়াসহ ১০০টিরও বেশি সুইস প্রদর্শনী রয়েছে। স্থায়ী এই প্রদর্শনীটি জাদুঘরের সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি মেনে সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনসহ সুশীল সমাজের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন