আন্তর্জাতিক, স্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুশিয়ারি: করোনায় আক্রান্ত হতে পারে শিশুকিশোররাও

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা এপ্রিল ২০২০ ০৮:২৮:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু'র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লগ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: করোনাভাইরাসে শিশুকিশোরদের আক্রান্ত হবার ঘটনা ভয়াবহ ব্যাপার।

মি. ক্লগ বলেন: করোনায় কেবল বয়োবৃদ্ধদের আক্রান্ত হবার ধারণাটা একেবারেই ভুল। তিনি বলেন: গুরুতর ও দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার কারণ কেবল বয়সই নয় বরং বিশ্বব্যাপী লক্ষ্য করা গেছে করোনাভাইরাসে যুবকেরাও আক্রান্ত হয়েছে এবং তারাও কঠিন পর্যায় অতিক্রম করেছে।

হু'র ইউরোপীয় অঞ্চলের পরিচালক আরও বলেন: এই ভাইরাসে আক্রান্ত শিশুকিশোরদের অনেকেই যেমন মারা গেছে তেমনি শতবর্ষী বৃদ্ধও হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীন ছাড়াও বিশ্বের ২০৩টি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১০ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৫৪ হাজার ২ শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন