খেলাধুলা, ফুটবল

বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখের জয়

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই মে ২০২০ ০৩:৫০:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুন্ডেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাতে শীর্ষস্থানটা আরো মজবুত হলো বায়ার্নের।

করোনার কারণে দীর্ঘদিন পর মাঠে ফিরে শুরুটা ভালো করতে পারেনি মিউনিখ। দুর্বল বার্লিনের বিপক্ষে ফার্স্টহাফে ছিল সাদামাটা। তবে দুর্দান্ত এক মৌসুম কাটানো লেওয়ানডস্কির আসরের ২৬তম গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লেওয়ানডস্কি। যা সব প্রতিযোগিতা মিলে এটি ৪০তম গোল তার।

দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না বাভারিয়ানরা। শেষমেষ ৮০ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন পাভার্দ।  ২৬ ম্যাচে ১৮ জয়ে ৫৮ পয়েন্ট বায়ার্ন মিউনিখের। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।  আগের দিনের ম্যাচগুলোর মত ইউনিয়ন বার্লিনের মাঠেও ছিল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নানা সতর্কতা।  গ্যালারি ছিল ফাঁকা, মাঠের বাইরে বেঞ্চের খেলোয়াড় থেকে শুরু করে সবার মুখে ছিল মাস্ক।

আরও পড়ুন