বাংলাদেশ, জাতীয়, অপরাধ, আইন ও কানুন

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের মালিক তিন দিনের রিমান্ডে

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই জুলাই ২০২০ ০৭:০৪:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াতকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  

বৃহস্পতিবার দুপুরে, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ময়ূর-২ লঞ্চ মালিককে আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড চায় নৌ-পুলিশ।  পরে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এরআগে, গত রাত দেড়টার দিকে রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করে নৌপুলিশ। পরে তার দেয়া তথ্যে বাকি আসামিদের ধরতে রাজধানীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালায় পুলিশ।

মঙ্গলবার ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালামকেও গ্রেপ্তার করা হয়।  গত ২৯শে জুন সকালে সদরঘাটের কাঠপট্টি এলাকায় চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চ।  

এ ঘটনায় মর্নিং বার্ড লঞ্চের ৩৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।  ঘটনার পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাতজনের নাম ও আরও ৫ থেকে ৭ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করে সদরঘাট নৌপুলিশ

আরও পড়ুন