জেলার সংবাদ, নারী

বৃদ্ধা মাকে মাজারে ফেলে গেছে সন্তানরা

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৮:৪৮:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সন্তানরা এভাবে ফেলে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।

সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি মাজারে অসুস্থ মাকে ফেলে রেখে গেছে সন্তানেরা। পরিবার পরিজনের সন্ধান না পাওয়ায় বৃদ্ধা ওই মায়ের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।

গর্ভে ধারণ থেকে শুরু করে লালন পালন করা সন্তানরাই ফেলে গেছে ৭৫ বছর বয়সী মাকে। এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে।  

৫ই অক্টোবর শাহ হাবিবুল্লাহ মাজারের ভেতর অসুস্থ গোলজার বেগমকে রেখে চলে যায় তার সন্তানেরা। কেউ তাকে নিতে না আসায় পাশের একটি ঘরের বারান্দায় থাকার ব্যবস্থা করে স্থানীয়রা। পরে তার সাহায্যে এগিয়ে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

শুক্রবার তাকে সদর হাসপাতালে ভর্তি করেন তারা। খোঁজ পেলে গোলজার বেগমকে পরিবারের কাছে পাঠাতে চায় সংগঠনটি। 

এই বয়সে নিজের সন্তানরা ফেলে যাওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত- প্রাথমিকভাবে এমনটি মনে করেন মেডিক্যাল অফিসার।    

তিনি বলেন, উনি মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পড়েছেন। এখন আমরা তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেছি। তার উন্নতির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।উনার শারীরিক কোন সমস্যা না থাকলেও মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন।

 

আরও পড়ুন