ধর্ম, জেলার সংবাদ

বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১লা মে ২০২১ ০৮:৫৪:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তীব্র দাবদাহে মানুষের জীবনে নাভিশ্বাস। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশুপাখিরাও। তবে বৃষ্টির দেখা নেই। উল্টো প্রতিদিন তাপমাত্রা যেন বাড়ছেই।

এই অবস্থায় বৃষ্টির জন্য নামাজ (ইস্তিসকার নামাজ) আদায় করছেন বিভিন্ন জেলার মানুষ। তারই ধারাবাহিকতায় ফেনীর ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপনের আহবানে বৃষ্টির জন্য নামাজ পড়েছেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মানুষ।

শনিবার সকাল ১০ টায় ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় দেড় হাজার গ্রামবাসী অংশ নেন। নামাজে ইমামতি করেন সোনাগাজী ওলামা বাজার দারুল উলুম হোসাইননিয়া মাদ্রাসার শাাইখুল হাদিস ও মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম আদিব। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন তিনি।

নামাজ শেষে ইমাম আদিব বলেন, "মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। মানুষ, জীবজন্তু,পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি।"

বৃষ্টির জন্য প্রতিদিন সবাইকে ইস্তেগফার  ক০রার জন্য আহবান করেন ।

আরও পড়ুন