ফুটবল

বেনজেমার হ্যাটট্রিকে বার্নাব্যুতে দারুণ প্রত্যাবর্তন রিয়ালের

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ১৩ই সেপ্টেম্বর ২০২১ ১১:২০:৫৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রত্যাবর্তনটা ভালোভাবেই রাঙ্গালো রিয়াল মাদ্রিদ। বেনজেমার হ্যাট্রিকে সেল্টা ভিগোকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারায় লস ব্লাঙ্কোরা।

এদিকে ইপিএলে লিডসের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পায় লিভারপুল। প্রিমিয়ার লিগের গোলে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ সালাহ। 

১৮ মাস পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরলো রিয়াল মাদ্রিদ। নিজেদের সেই পুরনো মাঠে প্রতিপক্ষ ছিলো সেল্টা ভিগো। দর্শক উপস্থিতিতে মাঠ ফিরে পেয়েছিলো সেই আগের জৌলুস। প্রত্যাবর্তনের শুরুটা মোটেও ভালো ছিলোনা লস ব্লাঙ্কোদের। ডিফেন্সের ভুলে ম্যাচের শুরুতেই গোল হজম করে রিয়াল। ইয়াগো আসপাসের এসিস্টে সান্তি মিনার গোলে লিড পায় সেল্টা।

২৪ মিনিটে সমতা ফেরায় রিয়াল। ফেদে ভালভার্দের কাটব্যাকে স্কোরশিটে নাম লেখান করিম বেনজেমা। এর কিছুক্ষণ পর আবার এগিয়ে যায় সফরকারীরা। এমানুয়েল সের্ভির ব্যাকহিল বারে লেগে তার পায়েই ফিরলে দ্বিতীয়বার আর কোন ভুল করেননি তিনি। হাফ টাইমের শুরুতে দলকে আবার ম্যাচে ফেরান ফ্রেঞ্চ স্ট্রাইকার বেনজেমা। এরপর ভিনিসিয়াসের গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড পায় মাদ্রিদ।

৬৮ মিনিটে হ্যাজার্ডের বদলি হিসেবে নেমে অভিষেকেই গোল পান আরেক ফ্রেঞ্চ তারকা এডুয়ার্ডো কামাভিঙ্গা। আর ম্যাচের শেষ দিকে স্পটকিক থেকে হ্যাট্রিক পুরোন করেন বেনজেমা। এ জয়ে টেবিলের শীর্ষ ফিরলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এদিকে, ইপিএলে লিডস ইউনাইটেডের মুখোমুখি হয় লিভারপুল। ২০ মিনিটে ট্রেন্ট আর্নল্ডের পাসে দলকে লিড এনে দেন মোহাম্মদ সালাহ। এতেই ৩০তম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মিশরের এ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান ফাবিনিয়ো। ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে গোলের দেখা পান সাদিও মানে। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে থাকা ম্যানইউ ও চেলসিকে স্পর্শ করেছে লিভারপুল।

আরও পড়ুন