বাংলাদেশ, রাজধানী

বেপরোয়া ট্রাকের কারণে দূর্ঘটনা, শ্রমিক হাসপাতালে

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ২০২১ ০১:৪৪:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া গতির এনার্জিপ্যাক কম্পানির ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন জাকির হোসেন নামে এক ইঞ্জিন মিস্ত্রী। 

এসময় দূর্ঘটনায় অভিযুক্ত চালককে আটকাতে গেলে সংবাদ কর্মিদেরও চাপা দেয়ার চেষ্টা করে ট্রাকসহ পালিয়ে যায় চালক।

রাত দুইটার দিকে রাজধানীর বিমান বন্দর সড়কের পাশে বিকল হয়ে যাওয়া বসুমতি পরিবহণের একটি বাসের নীচে কাজ করছিলেন ইঞ্জিন মিস্ত্রী জাকির হোসেন।

এসময় বেপরোয়া গতির নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসুমতি পরিবহণের বাসটিকে সজোরে আঘাত হানে। এতে বাসের নীচে চাপা পড়ে ইঞ্জিন মিস্ত্রী জাকির হোসেন।

এসময় বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদকর্মিদের সহযোগীতায় বাসের নীচ থেকে উদ্ধার করে পঙ্গু হাসাপাতালে পাঠানো হয় গুরুতর আহত জাকিরকে। আটকাতে গেলে সংবাদকর্মিদেরও চাপা দেয়ার চেষ্টা করে ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।

পালিয়ে যাবার সময় ডিবিসির ক্যামেরায় ধরা পরে এনার্জিপ্যাক লেখা ট্রাকের নম্বর। 

আরও পড়ুন