আন্তর্জাতিক, ভারত

বেসরকারি হাসপাতালে করোনা ভ্যাকসিনের দাম নির্ধারণ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ৯ই জুন ২০২১ ০৮:৪৭:৪১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে বেসরকারি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের দাম নির্ধারণ করে দিয়েছে কেন্দ্র সরকার।

বেসরকারি হাসপাতালে কোভিশিল্ড টিকার দাম ৭৮০ টাকা, কোভ্যাক্সিন টিকার দাম ১ হাজার ৪১০ টাকা এবং স্পুটনিক ভি টিকার দাম ১ হাজার ১শ' ৪৫ টাকা।  

এই দামের মধ্যে ১৫০ টাকা পরিষেবাসহ ও অন্যান্য কর ধরা হয়েছে। কোনও হাসপাতাল বেশি টাকা নিলে তার বিরুদ্ধে মহামারি আইনে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার জাতির উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, টিকার দাম হিসাবে সর্বোচ্চ ১৫০ টাকা পরিষেবা কর হিসাবে নিতে পারে বেসরকারি হাসপাতালগুলো।

এদিকে, মঙ্গলবার ভারতে করোনায় মৃত্যু কিছুটা বেড়েছে। একদিনে দেশটিতে মারা গেছে ২ হাজার ২১৩ জন। শনাক্ত ৯১ হাজারের বেশি।

আরও পড়ুন