জাতীয়, অর্থনীতি, রাজধানী

বৈধপথে রেমিট্যান্স সুবিধা বাড়বে: অর্থমন্ত্রী

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৭ই অক্টোবর ২০১৯ ০৯:৩৭:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রবাসীদের পাঠানো সব অর্থ বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে আনতে সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার বিকেলে, রাজধানীতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০১৮ প্রদান অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। রেমিট্যান্স পদক গ্রহণকারীদের দেশের ব্যাংকগুলোর প্রতি আস্থা রাখারও আহবান জানান তিনি।

মুস্তফা কামাল বলেন, 'গত অর্থবছরে প্রবাসীদের পাঠানো ১৬ বিলিয়ন ডলারের বেশি অর্থ দেশে এসেছে। চলতি অর্থবছর শেষে এই টার্গেট ২০ বিলিয়ন ডলারের সমপরিমান অর্থ।'

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, 'ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো টাকায় ২ শতাংশ হারে প্রণোদনার সুফল মিলছে, রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।'

সর্বোচ্চ পরিমান টাকা পাঠানোর স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে সাধারণ পেশাজীবী, বিশেষজ্ঞ পেশাজীবী, ব্যবসায়ী, অনিবাসী বাংলাদেশী একচেঞ্জ হাউজ ও রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ক্যাটাগরিতে মোট ৩৬টি অ্যাওয়ার্ড দেওয়া হয়।

 

আরও পড়ুন