অপরাধ, রাজধানী

ব্যাংক ঋণ নিয়ে একটি কিস্তিও পরিশোধ করেননি সাহেদ!

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ১৩ই জুলাই ২০২০ ০৬:৪২:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিজের হাসপাতালের জন্য এমআরআই মেশিন কিনতে ২ কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি কিস্তিও পরিশোধ করেননি সাহেদ।

২০১৫ সালের ১৯শে জানুয়ারি তৎকালীন ফারমার্স ব্যাংক থেকে তার রিজেন্ট হাসপাতালের জন্য এম আর আই মেশিন কিনতে ঋণ নেন সাহেদ। বর্তমানে প্রতিষ্ঠানটি পদ্মা ব্যাংক নামে পরিচিত। কিন্তু, ৫ বছরেও ঋণের কোনো টাকা পরিশোধ করেননি সাহেদ। ব্যাংক কর্তৃপক্ষের এ সংক্রান্ত মামলায় জামিনে আছেন মোহাম্মদ সাহেদ।

পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখার ব্যবস্থাপক সাব্বির মোহাম্মদ সায়েম বলেন, 'তিনি ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ নেন। এরপর আর এক টাকাও পরিশোধ করেননি। পরে ২০১৭ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।'

একের পর এক প্রতারণার খবর। সাহেদের সব ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, সাহেদের দুর্নীতির তদন্ত করতে দুদক নিয়োগ দিয়েছে তদন্ত কর্মকর্তা। দুদক সচিব দিলোয়ার বখত জানান, ব্যাংক ঋণ জালিয়াতিসহ সাহেদের দুর্নীতির সব কিছু তদন্তের আওতায় আসবে।

অন্যদিকে, র‌্যাব বলছে সাহেদকে ধরতে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন