ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনা ‘সুপার ক্লাসিকো আজ

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই নভেম্বর ২০১৯ ০৫:০৮:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এখন পর্যন্ত দু’দলের ১০৬ দ্বৈরথে ব্রাজিল জিতেছে ৪২ ম্যাচ। আর আর্জেন্টিনার জয় ৩৮ টিতে। বাকি ২৬ ম্যাচ ড্র হয়।

চলতি বছরে দ্বিতীয়বারের মতো আজ অনুষ্ঠিত হবে ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো। শুক্রবার -১৫ নভেম্বর সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ।

নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয়ার পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলবেন বার্সিলোনা তারকা। ওই আসরে রেফারিং নিয়ে বাজে মন্তব্য করায় নিষিদ্ধ হয়েছিলেন মেসি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ফিরতে যাচ্ছেন বর্তমান ফিফা সেরা তারকা। কিন্তু ইনজুরি আক্রান্ত হওয়ায় ম্যাচটিতে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার।

গত বছরের ১৬ই অক্টোবর জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলে জিতেছিল রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর চলতি বছরের জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের জয় ২-০ গোলে। আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচ জিতেছে ২০১৭ সালে। ওই বছরের ৯ জুন অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হওয়া ম্যাচে ১-০ গোলে জিতেছিল দিয়েগো ম্যারাডোনার দেশ।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, আর্থার মেলো, ক্যাসেমিরো, কৌতিনহো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো  ও রিচার্লিসন। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : অগাস্টিন মার্চেসিন, হুয়ান ফোয়েথ, জার্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস অ্যাকুনা, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো প্যারেদেস, জিওভান্নি লো সেলসো, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও লাওতারো মার্টিনেজ।

আরও পড়ুন