আন্তর্জাতিক, ভারত

ব্রাজিল, ব্রিটেন ও ভারতের করোনার ধরনে কার্যকর কোভ্যাক্সিন: গবেষণা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৫:০৫:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে বায়োটেকের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন ব্রাজিল, ব্রিটেন ও ভারতে পাওয়া করোনার ধরণের বিরুদ্ধে কার্যকর বলে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম আজ এ তথ্য জানিয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির যৌথ গবেষণায় এ দাবি করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করেছে তারা। যুক্তরাষ্ট্রের জন্য কোভ্যাক্সিন উৎপাদন করছে অকুজেন নামের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা। সেই সংস্থার উপদেষ্টা পর্ষদের প্রধান সতীশ চন্দ্রণ জানিয়েছেন, গবেষণার ফল খুবই আশাজনক।

সম্প্রতি কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের যে ফল সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, সার্বিকভাবে এই টিকার কার্যকারিতা ৭৮ শতাংশ। কিন্তু আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে এই টিকার কার্যকারিতা ১০০ শতাংশ। 

আরও পড়ুন