বাংলাদেশ, রাজধানী, আইন ও কানুন

ব্র্যান্ড নকল করে সেমাই তৈরি করায় দুই কারখানাকে জরিমানা 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৯:২১:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর নিউ মার্কেটে ফলের বাজারে অভিযান চালিয়ে ফরমালিন বা কেমিক্যালের অস্তিত্ব পায়নি বিএসটিআইএ'র ভ্রাম্যমাণ আদালত।

তবে ওজন করার যন্ত্রে বিএসটিআইএ'র অনুমোদন না থাকায় দশ হাজার টাকা জরিমানা করা হয় এক ফলের দোকানিকে। এদিকে, কামরাঙ্গীর চরে ব্র্যান্ড নকল করে সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে দেয়া হয়েছে অর্থদণ্ড। 

মঙ্গলবার বেলা এগারটায় নিউমার্কেটের ফলের বাজারে অভিযান চালায় বিএসটিআই'র ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯ ধরনের ফলে পরীক্ষা চালালেও কোন ফরমালিন বা কেমিক্যালের অস্তিত্ব ছিলো না। 

এসময় ওজন মাপার যন্ত্রের বিএসটিআই'র অনুমোদন না থাকায় এক দোকানীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায় কামরাঙ্গীর চরের দুটি সেমাই কারখানায়।  কারখানা দুটি নিজস্ব ব্র্যান্ডের সেমাই তৈরির পাশাপাশি বোম্বে সুইটস অ্যান্ড চানাচুরের ব্র্যান্ড দিয়েও সেমাই তৈরি করছিলো।   

আরেক কারখানার মালিক গত ফেব্রুয়ারিতেও পঞ্চাশ হাজার টাকা জরিমানা গুনলেও একইভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছিলেন তিনি। ভ্রাম্যমাণ আদালত বলছে, নিয়মিত অভিযানে ভেজাল নির্মূল না হলেও খাদ্যপণ্য উৎপাদনে মান ও পরিবেশের উন্নতি হচ্ছে।  

সুস্থ জাতি গঠনের অন্যতম নিয়ামক নিরাপদ খাদ্যের সাথে আপস করে সার্বিক উন্নয়ন সম্ভব নয়, দাবি সংশ্লিষ্টদের।

আরও পড়ুন