বাংলাদেশ, জাতীয়, রাজধানী

বড়দিন উপলক্ষে ডিএমপি’র তিন স্তরের নিরাপত্তা

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০১৯ ০৯:৪৯:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বড়দিন উপলক্ষে রাজধানীর সব গির্জাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার রাতে রাজধানীর কাকলাইল গির্জায় নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

এসময় তিনি বলেন, "২০টা বড় গির্জায় আমরা সকাল থেকে সুইপিং করেছি। এছাড়া আমাদের গোয়েন্দা যারা মাঠে কাজ করেন তারা মাঠে রয়েছেন। এই উৎসবটা যেন পুরেপুরি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে সবাই করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ যতোটুকু করা সম্ভব তার সব ব্যবস্থা নেয়া হয়েছে।"

তিনি জানান, গির্জাগুলোকে বড়, মাঝারি ও ছোট—এই তিন স্তরে বিভক্ত করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। এছাড়া প্রতিটি গির্জার নিরাপত্তায় নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া, দর্শনার্থীদের আর্চওয়ে দিয়ে চার্চে ঢুকতে হবে।  পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়েও তল্লাশি করা হবে।  প্রতিটি গির্জায় পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপনা করে সার্বক্ষণিক নজরদারিও করবে পুলিশ।

 

আরও পড়ুন