আন্তর্জাতিক

বড় অর্থনৈতিক মন্দার কবলে যুক্তরাজ্য

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ১২ই আগস্ট ২০২০ ১০:৩৩:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় মন্দার কবলে পড়েছে যুক্তরাজ্য। করোনা মহামারির কারণে দেশটিতে লকডাউনের পর এপ্রিল থেকে জুন মাসের অর্থনীতিতে এই মন্দা দেখা দেয়।

এ বছরের প্রথম ত্রৈমাসের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসে যুক্তরাজ্যের অর্থনীতি ২০.৪ শতাংশ সংকুচিত হয়েছে। ২০০৯ সালের পর দেশটির অর্থনীতিতে এমন পতন আগে হয়নি।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যানবিষয়ক কার্যালয় (ওএনএস) জানিয়েছে, সেবা খাতে সবচেয়ে বেশি অর্থনৈতিক পতন দেখা গেছে। করোনা সংক্রমণ কমাতে দোকান, হোটেল, স্কুল কারখানা ও নির্মাণ কাজ বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল।

এ কারণে অর্থনীতিতে মন্দা দেখা দেয়। তবে ওএনএস আরো জানিয়েছে, জুন মাসে লকডাউনের নিষেধাজ্ঞা সহজ হতে শুরু করার পর থেকে অর্থনীতি আবার সচল হয়ে উঠছে।








আরও পড়ুন