জেলার সংবাদ, অপরাধ

ভাতিজার বিরুদ্ধে প্রবাসী চাচাকে গুলি করে হত্যার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুন ২০২১ ০১:৫২:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী মাইকেল রোজারিওকে (৭২) গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে তারই ভাতিজা গেনেট রোজারিওর (৫০) বিরুদ্ধে।

শুক্রবার (১১ জুন) দিবাগত রাত ১২টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দুকসহ অভিযুক্ত গেনেটকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ জুন) বেলা ১২টা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের হয়নি। নিহতের মরদেহ ঢাকাতেই আছে। চাচা ও ভাতিজা উভয়েই স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সম্পত্তির বিরোধ নিরসনে প্রায় দুই মাস আগে তারা বাংলাদেশে আসেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দ্বন্দ্ব চলছিলো মাইকেল রোজারিও ও গেনেট রোজারিওর। এ নিয়ে মামলাও চলমান ছিলো। শুক্রবার সন্ধ্যায় এ বিরোধ নিয়ে আলোচনাও হয়। কিন্তু রাত ১২টার দিকে ভাতিজা গেনেট চাচা মাইকেল রোজারিওকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় মাইকেল রোজারিওকে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢাকার হাসপাতালে আছে।

তিনি আরো জানান, এ ঘটনায় শনিবার বেলা ১২টা পর্যন্ত মামলা দায়ের হয়নি। অভিযুক্ত গেনেট রোজারিওকে বন্দুকসহ ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

আরও পড়ুন