ভারতের কর্ণটকে কোয়ারি বিষ্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে কর্নটকের একটি গ্রামে পাথর ভাঙ্গার স্থানে জেলেটিনের লাঠি বিষ্ফোরণ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
সম্প্রতি গ্রামটিতে জেলেটিনের লাঠি ব্যবহারের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকবার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় ঠিকাদারদের জেলেটিন ব্যবহারে ব্যবহার না করতে সর্তক করেছিল।
বিষ্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণটকের স্বাস্থ্যমন্ত্রী সুধাকর বলেন অবৈধভাবে যারা বিস্ফোরকগুলি সংরক্ষণ করেছিল সেসব খনি মালিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে কর্ণটকের শিবমোগ্গায় একই ধরনের দূর্ঘটনায় ছয় জন নিহত হবার ঘটনা ঘটেছিল।