আন্তর্জাতিক, ভারত

ভারতের কৃষি আইন বাতিলে প্রস্তার পেশ হবে আজ  

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে নভেম্বর ২০২১ ০৯:২৩:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ ভারতের সংসদের শীতকালীন অধিবেশনের প্রথমদিন বির্তকিত তিন কৃষি আইন বাতিলের প্রস্তাব পেশ করা হবে।  

কৃষি আইন বিল বাতিলের জন্য লোকসভায় প্রবর্তন ও পাসের জন্য অন্তর্ভুক্ত করা হবে সংসদে।আইন বাতিলের প্রস্তাব উত্থাপন করবেন ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

এর আগে বুধবার বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়  কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংবিধানের ২৪৫ ধারায় সংসদের আইন বাতিলের ক্ষমতা রয়েছে সংসদের। ভারতে যেকোনো আইন বাতিল করতে গেলে সেই সংক্রান্ত প্রস্তাবনা পেশ করতে হয় সংসদে।

বিল পাসের মতোই আইন প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের উভয়কক্ষে এ নিয়ে আলোচনা হবে। ভোটাভুটির পর আইন প্রত্যাহারের প্রস্তাব পাস হলে বিল পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। 

আরও পড়ুন