বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

ভারতের চেয়ে ৪৭% বেশি দামে সিরামের টিকা নিচ্ছে বাংলাদেশ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই জানুয়ারী ২০২১ ০৭:৫৭:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের চেয়ে ৪৭ শতাংশ বেশি দামে সিরামের টিকা নিচ্ছে বাংলাদেশ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সিরাম উৎপাদিত টিকা কোভিশিল্ডের প্রতি ডোজ কিনতে বাংলাদেশকে খরচ করতে হচ্ছে ৪ মার্কিন ডলার।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই টিকা উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। সিরামের কাছ থেকে তিন কোটি টিকা কিনছে বাংলাদেশ। ১ ডলার ৮৪ দশমিক ৯৬ টাকা হলে বাংলাদেশি টাকায় এর দাম পড়ে প্রায় ৩৪০ টাকা। তিনটি সূত্রের কাছ থেকে রয়টার্স এই তথ্য পেয়েছে। তারা কেউই নাম প্রকাশ করতে রাজি হননি।

সেরামের কাছ থেকে ভারত সরকার প্রতি ডোজ টিকা কিনছে ২শ রুপি বা ২.৭২ ডলার দরে। বাংলাদেশি মুদ্রায় এটি ২৩১ টাকার মতো। এই হিসাবে, বাংলাদেশকে টিকার প্রতি ডোজ কিনতে ভারতের চেয়ে প্রায় ৪৭ শতাংশ বেশি ব্যয় করতে হচ্ছে। এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল, তারা ফোন ধরেননি।

আরও পড়ুন