আন্তর্জাতিক, ভারত

ভারতের পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ সিং চান্নি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৯শে সেপ্টেম্বর ২০২১ ০৮:৪২:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যটির টেকনিক্যাল শিক্ষা বিষয়ক মন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে মনোনীত করেছে কংগ্রেস। দেশটির গণমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শনিবার অরবিন্দর সিং রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পরই  শুরু হয় জল্পনা। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেন রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতারা। রাজ্যবিধায়কদের সঙ্গে বৈঠকের পরই সন্ধ্যায় নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

মুখ্যমন্ত্রী পদের জন্য নভোজিৎ সিং সিধু, পাঞ্জাব কংগ্রেসের সাবেক প্রধান সুনীল জাখর, অম্বিকা সোনি, সুখজিন্দর রান্ধওয়ার মতো শীর্ষ নেতাদের নাম শোনা গেলেও নির্বাচিত হলেন চরণজিৎ। ৫৮ বছর বয়সী এই নেতা দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে রাজ্যটির শীর্ষ পদে স্থান পেলেন। এর আগে তিনবার এমএলএ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

আরও পড়ুন