আন্তর্জাতিক, ভারত

ভারতের রাজধানী দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১১ই সেপ্টেম্বর ২০২১ ০৭:৫৭:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রেকর্ড বৃষ্টিপাতের পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বেশ কিছু অংশ তলিয়ে গেছে। ১৯৭৫ সালের পর শহরটিতে বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার মিলিমিটার ছাড়িয়েছে। তীব্র বৃষ্টিতে ব্যাহত হচ্ছে বিমান চলাচল।

দিল্লি ও আশেপাশের অঞ্চলগুলোতে ভারি বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। শহরজুড়ে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এদিকে মেক্সিকোতে পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। এঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত দশ জন।

অন্যদিকে সুপার টাইফুন ছান্তুর আঘাতে ফিলিপাইনের বেশ কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত এলাকা গুলোতে টানা বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের  সতর্কতা জারি করা হয়েছে।

টাইফুনের প্রভাবে বন্যা সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ানেও। ক্ষয়ক্ষতির আশঙ্কায় শনিবার বিকেল থেকে দেশটিতে অভ্যন্তরীন বিমান চলাচল বাতিল করা হয়েছে। এদিকে ছান্তুর পাশপাশি ঘূর্ণিঝড় কনসন মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর ৫ লাখ সদস্য প্রস্তুত রেখেছে ভিয়েতনাম।     

আরও পড়ুন