আন্তর্জাতিক, ভারত

ভারতে অক্সিজেন সংকটে ২৪ রোগীর মৃত্যু 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৫:০১:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের কর্নাটকের একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ২৪ রোগীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে ২৩ জনই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে কর্নাটকের চামরাজানগর হাসপাতালে এঘটনা ঘটেছে।   

এদিকে, ভারতে করোনায় মৃত্যু দুই লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। রবিবার দেশটিতে একদিনে তিন হাজার চারশ ২২ জন মারা গেছে। দেশজুড়ে একদিনে শনাক্ত তিন লাখ ৭০ হাজারের বেশি।

দ্বিতীয় দিনের মত দিল্লিতে চারশর বেশি মানুষ করোনায় মারা গেছে। করোনায় মারা গেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জাইনের বাবা। দিল্লির একটি শিশু হাসপাতাল তীব্র অক্সিজেন সংকটে পড়েছে।

অসুস্থ শিশুদের জন্য দ্রুত অক্সিজেন চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন করেছে সেখানকার চিকিৎসকরা। এদিকে আজ মধ্যরাতের মধ্যে দিল্লির হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের জন্য কেন্দ্রকে নিশ্চিত করতে বলেছে দেশটির উচ্চ আদালত।

দিল্লির একটি শিশু হাসপাতালের জন্য আরো এক হাজার ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাজ্য। সংক্রমণ বাড়ায় হরিয়ানায় এক সপ্তাহের পূর্ণ লকডাউন জারি করা হয়েছে।

রবিবার হারিয়ানায় করোনাভাইরাসে একশ ২৫ জনের মৃত্যু এবং সংক্রমণ ১৩ হাজার ছাড়ানোয় এ সিদ্ধান্ত নিয়েছে হারিয়ানা রাজ্য সরকার।

আরও পড়ুন