খেলাধুলা, তারুণ্য, অন্যান্য খেলা, কিডজ জোন

ভারতে আন্তর্জাতিক তায়কোন্দো চ্যাম্পিয়নশিপে পাঁচ পদক বাংলাদেশের

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই নভেম্বর ২০১৯ ০৮:৪১:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের রাজধানী নয়াদিল্লীতে প্রথম এসটিএআই ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল তায়কোন্দ চ্যাম্পিয়নশিপ ২০১৯' পাঁচ পদক জিতে নিয়েছে বাংলাদেশের প্রতিযোগীরা।

গত ৯ ও ১০ নভেম্বর ভারতের নয়াদিল্লীর তালকাতোরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।  'বাংলাদেশ মু দাক কোয়ান তায়কোন্দো’র পাঁচজন এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

কোচ মোহাম্মদ আরিফ হোসেন ও ম্যানেজার নোবেল গমেজের নেতৃত্বে পাঁচ খেলোয়াড়ের প্রত্যেকেই পদক জেতে।

অনূর্ধ্ব-৫১ কেজিতে বাংলাদেশ ব্রোঞ্জ, ভারত রৌপ্য আর স্বর্ণ জেতে।  অনূর্ধ্ব ৫৪ কেজিতে বাংলাদেশ স্বর্ণ, ভারত রৌপ্য ও ব্রোঞ্জ জেতে।

অনূর্ধ্ব-৬৮ কেজি'র দু’টি ক্যাটাগরিতেই বাংলাদেশ ব্রোঞ্জ জেতে, স্বর্ণ আর রৌপ্য জেতে ভারত।

অনূর্ধ্ব-৭৩ কেজিতে বাংলাদেশ রৌপ্য, ভারত স্বর্ণ জেতে।  এই ক্যাটাগরিতে খেলোয়াড় মোট দু’জন থাকায় ব্রোঞ্জ জেতার কেউ ছিল না।

প্রতিযোগিতায় স্বাগতিক ভারতসহ চারটি দেশ অংশ নেয়।  অন্য দেশগুলো হলো বাংলাদেশ, নেপাল ও উজবেকিস্তান।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতাটির আয়োজন করে স্টারলিং তায়কোন্দো অ্যাসোসিয়েশন ইন্ডিয়া (এসটিএআই)।

আরও পড়ুন