আন্তর্জাতিক, ভারত

ভারতে একদিনে ৩ হাজার ৯৮২ জনের মৃত্যু

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ০৮:৪১:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে একদিনে রেকর্ড তিন হাজার ৯শ ৮২ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন।

দেশটির শুধু মহারাষ্ট্রেই বুধবার ৯২০ জন মারা গেছে। শনাক্ত হয়েছে ৫৭ হাজারের বেশি। তবে মুম্বাই ও পুনে দৈনিক করোনা শনাক্তের হার কিছুটা কমেছে।

এদিকে, ভারতের প্রতিবেশী বেশ কয়েকটি দেশে করোনা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। নেপাল, থাইল্যান্ড ও লাওসে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বুধবার নেপালে সর্বোচ্চ ৮ হাজার ৬শ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৫৮ জন।

হঠাৎ এমন সংক্রমণ বৃদ্ধিতে চাপে পড়েছে দুর্বল অর্থনীতির দেশ নেপাল। লাওস ও থাইল্যান্ডেও করোনা আশঙ্কাজনক হারে বাড়ছে। কঠোর বিধিনিষেধ আরোপ করে করোনা নিয়ন্ত্রণে রেখেছিল লাওস। এ বছরের ২০শে এপ্রিল পর্যন্ত দেশটিতে মাত্র ৬০ জন করোনা রোগী ছিল। গত কয়েকদিনে দেশটিতে শনাক্ত ১ হাজার ছাড়িয়ে গেছে। অন্যদিকে, বুধবার থাইল্যান্ডে একদিনে ২ হাজারের বেশি করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন