ভারত

ভারতে করোনা আক্রান্ত এলাকাগুলো তিনটি জোনে বিভক্ত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা জুন ২০২০ ০৮:০৫:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে করোনা মহামারি শুরুর কিছুদিনের মধ্যেই ৭৩৩টি জেলাকে ভাগ করা হয় রেড, অরেঞ্জ ও গ্রীন জোনে। যেসব এলাকায় করোনার প্রকোপ সবচেয়ে বেশি সেগুলোকেই রেড জোনে রাখা হয়।

রেড জোনে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ রয়েছে। অফিস আদালত চালু হয়েছে এক তৃতীয়াংশ কর্মী নিয়ে। চালু আছে জরুরি সেবাগুলোও। তবে বেশিরভাগ রেড জোনই আয়তনে খুব ছোট। সবচেয়ে বেশি রেড জোন রাজধানী দিল্লিতে। অরেঞ্জ জোনে সীমিত আকারে যানবাহন চলাচল করতে পারছে, তবে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। চালু আছে জরুরি সব সেবাই। আর গ্রীন জোনে লকডাউনের নির্দেশনা মেনে সব কিছুই চালু রয়েছে।

সামাজিক দূরত্বের নিয়ম মেনে খুলেছে দোকানপাটসহ গণপরিবহনও। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লি সীমান্ত সাতদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন