আন্তর্জাতিক, ভারত

ভারতে চলছে ২১ দিনের লকডাউন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০২:২৫:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশে ২১ দিনের লকডাউন।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে আজ থেকে শুরু হয়েছে ২১ দিনের লকডাউন। করোনা মোকাবেলায় বুধবার রাত ১২টা থেকে পুরো ভারতে এই লকডাউন শুরু হয়। এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত সাড়ে পাঁচশর বেশি ও মারা গেছে ১০ জন।

করোনার দ্রুত সংক্রমণ রোধে ভারতে বুধবার থেকে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। সকাল থেকেই দেশের বেশিরভাগ রাস্তা, বিমানবন্দর ও জনবহুল এলাকাগুলো অনেকটাই ফাঁকা দেখা যায়। মানুষের চলাচল বন্ধ করতে রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। ঘোষণার পরও যারা ঘর থেকে বেরিয়েছে তাদের যানবাহন আটকানো হয়।

তবে মঙ্গলবার মোদীর ঘোষণার কিছুক্ষণ পর পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্যে লোকজন আতঙ্কিত হয়ে কেনাকাটা করতে দোকানে ভিড় জমায়। কলকাতা, দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুর মত শহরের মুদি দোকানগুলোতেও উপচে পড়ে মানুষের ভিড়।

লকডাউন চলবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত। করোনা পরিস্থিতি সামাল দিতে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন