পাকিস্তান

ভারতে ঢুকে পড়েছে পাকিস্তানি ড্রোন

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৯:৩০:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত সপ্তাহে অন্তত ৮টি পাকিস্তানী ড্রোন ভারতে প্রবেশ করেছে বলেও অভিযোগ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

ভারত সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন ঢুকে পড়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম। এ ঘটনার পর সতর্ক অবস্থান নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী-বিএসএফ।

বিএসএফ জানায়, সোমবার রাত ১০টার দিকে পাঞ্জাবের এইচকে টাওয়ার চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় পাকিস্তানের মাটিতে একটি ড্রোন উড়তে দেখা যায়। রাত ১০ থেকে ১০টা ৪০ এর মধ্যে মোট চারবার দেখা যায় ড্রোনটিকে। পরে রাত ১২টা ২৫ মিনিটে পঞ্চমবারের মতো এটিকে উড়িতে দেখা যায়। সে সময় এটি উড়তে উড়তে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে।

এ ঘটনায় বিএসএফ ও পুলিশ প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। গত সপ্তাহে পাঞ্জাবে অন্তত ৮টি ড্রোন প্রবেশের কথা জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। এসব ড্রোনে ৮০ কেজি অস্ত্র পাকিস্তানভিত্তিক খালিস্তানি গোষ্ঠীর কাছে পাঠানো হয়েছে বলে দাবি ভারতের।

আরও পড়ুন