আন্তর্জাতিক, ইউরোপ

ভারি বৃষ্টিতে বন্যার পানিতে তলিয়ে গেছে পূর্ব ও উত্তর লন্ডন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে জুলাই ২০২১ ০৮:৪২:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন করে ভারি বৃষ্টিতে বন্যার পানিতে তলিয়ে গেছে পূর্ব ও উত্তর লন্ডন। কয়েক ঘণ্টার বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

রবিবার পূর্ব লন্ডনের দুটি হাসপাতাল হুইপস ক্রস ও নিউহাম হাসপাতালের ভেতরেও পানি প্রবেশ করে। রোগীদের অন্য হাসপাতালে যাওয়ার অনুরোধ করেছে হাসপাতাল দুটির কর্তৃপক্ষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাসিন্দাদের ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে। বন্যার কারণে ব্ল্যাকওয়াল টানেলসহ বেশ কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়েছে।

এদিকে, কোস্টারিকায় বন্যার কারণে ৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারি বৃষ্টিতে বেশ কিছু ঘরবাড়ি ধসে গেছে। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, সহস্রাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিতে কাজ করছে উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন