বাংলাদেশ, জেলার সংবাদ

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই সেপ্টেম্বর ২০২০ ১২:০৪:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে আবারও নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ভাঙছে নদীপাড়।

ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  এছাড়া ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। দফায় দফায় নদ-নদীর পানি বৃদ্ধির ফলে আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে আগামী কয়েকদিন পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

আরও পড়ুন