রাজধানী, শিক্ষা

ভালোবাসা দিবসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৯:৩৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমী আয়োজন 'ভালোবাসা ভ্রমণ'।

বিশ্ব ভালবাসা দিবস সামনে রেখে প্রতিবন্ধীদের নিয়ে 'ভালোবাসা ভ্রমণ' নামে ব্যতিক্রমী আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ। বৃহস্পতিবার সকালে 'সুইড বাংলাদেশ' নামে একটি প্রতিবন্ধী স্কুলের ২৫ শ্রবণ, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের কয়েকজন শিক্ষক ও অভিভাবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই 'ভালবাসা ভ্রমণ' এ আসেন।

কলা ও মানবিকী অনুষদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের যাতায়াত ও ভ্রমণের বিশেষ বাসের ব্যবস্থা করে। আয়োজকরা জানান, প্রতিবন্ধীদের মাঝেও সুপ্ত প্রতিভা রয়েছে। যথাযথ পরিচর্যা পেলে তারাও সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন