ভারত, সংস্কৃতি

ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে মমতার ট্যুইট

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২১শে ফেব্রুয়ারি ২০২০ ১২:৫০:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'আমাদের মাতৃভাষাসহ আমরা সব ভাষাকেই ভালোবাসি' আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুখ্যমন্ত্রী মমতার ট্যুইট।

বিনম্র শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণে পালিত হচ্ছে 'মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় যে বীর সন্তানরা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন রাজপথে তাদের স্মরণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গর্ব আর শোকের দিনটি পালন করছে জাতি। আন্তর্জাতিক পরিমন্ডলেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলাদেশসহ সারা বিশ্বে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকলে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ট্যুইটে মমতা লিখেছেন 'আজ অমর ২১শে ফেব্রুয়ারি। বাংলাজুড়ে পালিত হচ্ছে ভাষা শহিদ দিবস। এই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানান সশ্রদ্ধ প্রণাম।'

 আরেকটি ট্যুইটে মমতা লিখেছেন, 'সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমাদের মাতৃভাষাসহ আমরা সব ভাষাকেই ভালোবাসি।'

আরও পড়ুন