বাংলাদেশ, জাতীয়

ভুয়া আইডি: 'কেউ প্রতারিত হলে দায় ফ্লোরা বহন করবেন না'

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২০ ০২:১৮:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা তার নামে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ করেছেন।

আজ রবিবার আইইডিসিআরের এক বিবৃতিতে তিনি জানান, তার নাম ও আইইডিসিআর এর লোগো ব্যবহার করে বেশ কিছুসংখ্যক ফেসবুক আইডি খুলে সেখান থেকে কে বা কারা বিভিন্ন ধরনের তথ্য প্রচার করছে। 

তিনি দাবি করেছেন এর কোনোটিই তার আইডি নয় এবং তিনি এ ধরনের কোনো তথ্য ফেসবুকে প্রচার করেন না। একইসঙ্গে ওইসব তথ্য প্রচারের দায়-দায়িত্ব তার বা আইইডিসিআর এর নয় বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, ফেসবুকে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং কাছাকাছি নামে ফেসবুকে বেশ কয়েকটি আইডি খোলা হয়েছে।  যেগুলোতে তার ছবি দিয়ে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। এসব পোস্টে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেসবুকের মাধ্যমে কখনো এ ধরনের প্রচার প্রচারণা চালান না এবং এর মাধ্যমে কেউ প্রতারিত হলে এর দায় আইইডিসিআর বা তিনি বহন করবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে এসব প্রচারণায় কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন