আন্তর্জাতিক, ইউরোপ

ভেনিজুয়েলার রাষ্ট্রদূত বহিষ্কার করল ইইউ

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ২৬শে ফেব্রুয়ারি ২০২১ ০৪:৩৫:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনিজুয়েলার বিরুদ্ধে আবারো শত্রুতাপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইাউনিয়নে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে অবাঞ্চিত ঘোষণা করেছে ২৭ জাতির এ জোট। 

এর আগে, ইইউ কারাকাসের বিরুদ্ধে বাহুল্য অজুহাতে নিষেধাজ্ঞা আরোপ করে, জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তেকে বহিষ্কার করে ভেনিজুয়েলা।

ভেনিজুয়েলার রাষ্ট্রদূত বহিষ্কার করার বিষয়ে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল নির্দেশ দেন। ব্রাসেলসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে কারাকাস ছাড়ার নির্দেশ দেয়ার জবাবে ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে ইউরোপ থেকে বহিষ্কার করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন ওই বিবৃতিতে আরো বলেছে, রাষ্ট্রদূত বহিষ্কারের এই ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের জন্য অনাকাঙ্ক্ষিত বিষয় এবং তৃতীয় পক্ষের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য জোট যে নীতি অনুসরণ করে আসছে তার সঙ্গে সাংঘর্ষিক।

আরও পড়ুন