ভারত

ভ্যাকসিন নেবেন নরেন্দ্র মোদি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে জানুয়ারী ২০২১ ০২:১৯:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে চলমান করোনা টিকাদান কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের বরাতে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছ ভারতীয় গণমাধ্যম। নরেন্দ্র মোদি ছাড়াও দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন রাজ্যের পঞ্চাশের বেশি বয়সী মুখ্যমন্ত্রীসহ আরো অনেকে ভ্যাকসিন নেবেন বলে জানা গেছে।

চলতি সপ্তাহের শুরুতেই ভারতে শুরু হয়েছে প্রথম পর্যায়ের করোনা টিকাদান কর্মসূচী। প্রথম পর্যায়ে ভারতে ভ্যাকসিন পাচ্ছেন পুলিশ, সশস্ত্র বাহিনী, ডাক্তারসহ প্রথম সারির কর্মীরা। আর দ্বিতীয় পর্যায়ে পঞ্চাশের বেশি বয়স যাদের তাদের ভ্যাকসিন দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে ৫০’র নীচে যাদের বয়স তাদের টিকা দেওয়া হবে।

ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ এবং ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ টিকা দেয়া হচ্ছে।

আরও পড়ুন