জেলার সংবাদ

ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০১৯ ১০:২৩:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যশোরে নির্যাতন করে বেশ কয়েকটি সংখ্যালঘু পরিবারের কাছ থেকে শতাধিক বিঘা জমি দখল করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

যশোরের চৌগাছার হাউলী গ্রামে সংখ্যালঘুদের বাস। এছাড়া, ভারত থেকে বিনিময় করে আসা ২০টি মুসলিম পরিবারও বাস করেন এখানে।

অভিযোগ উঠেছে, স্থানীয় ইছাহক মণ্ডল নানা ভয়ভীতি দেখিয়ে এসব পরিবারের ভিটেমাটি দখলে নিয়েছেন। ভূমি অফিসের নায়েব ও অফিস সহকারীর সহায়তায় এসব জমি দখলে নেয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইছাহক মণ্ডল।

তদন্ত করে এসব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ।

দখলদারদের হাত থেকে ভিটেমাটি রক্ষাসহ জানমাল রক্ষায় ব্যবস্থা নেবে প্রশাসন, প্রত্যাশা স্থানীয়দের।

আরও পড়ুন