আন্তর্জাতিক, এশিয়া, আরব

মক্কার কাবা ও মদিনার মসজিদুল নববীতে জুমার নামাজ স্থগিত

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ২০শে মার্চ ২০২০ ০৪:০৬:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সবধরনের প্রবেশ ও প্রার্থনাও সাময়িক স্থগিত করেছে সৌদি আরব

করোনা বিস্তার রোধে মক্কার পবিত্র কাবা ও মদিনার মসজিদুল নববীতে আজ জুমার নামাজ স্থগিত করেছে সৌদি আরব। পাশাপাশি সবধরনের প্রবেশ ও প্রার্থনাও সাময়িক স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় সৌদি কৃতৃপক্ষ।

এরআগে মঙ্গলবার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া অন্য সব মসজিদে জামাতে নামাজ বন্ধ করে কর্তৃপক্ষ। সৌদি আরবের শীর্ষ আলেমদের কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। তবে নামাজ বন্ধ থাকলেও সব মসজিদ থেকে আগের মতোই আযান দেয়া হবে।

সৌদি আরবে এ পর্যন্ত ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তের বিস্তার রোধে বন্ধ করা হয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট।

এদিকে জুমার নামাজ বন্ধ করেছে বাহরাইন। 

আরও পড়ুন