এশিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি

মঙ্গলে চীনা নভোযানের সফল অবতরণ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই মে ২০২১ ১২:৪২:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মঙ্গলগ্রহে সফল অবতরণ করেছে চীনের নভোযান। বেইজিংয়ের স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ১৮ মিনিটে, ওই নভোযান থেকে ঝুরং নামের একটি রোবট নামে মঙ্গলের মাটিতে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার (১৫ মে) এ ঘোষণা দিয়ে বলেছে, মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধের ইউটোপিয়া প্লানিশিয়া অভিমুখে ছয় চাকার রোবট অগ্রসর হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে রোভার পাঠালো চীন। এতে একটি সুরক্ষাধর্মী ক্যাপসুল, একটি প্যারাস্যুট ও একটি রকেট প্ল্যাটফর্ম রয়েছে। চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ আগুনের দেবতা।

এর আগে, গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১ নামের ওই নভোযান। প্রায় তিন মাস এর চারপাশ প্রদক্ষিণ করে নানা ছবি সংগ্রহ করে এটি।

আরও পড়ুন