বাংলাদেশ, ধর্ম, জাতীয়, অন্যান্য ধর্ম

মহালয়া আজ, শরতে নয় এবার পূজা হেমন্তে

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই সেপ্টেম্বর ২০২০ ০৭:৫৬:০৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে আসবেন দোলায় চড়ে, যাবেন গজে চড়ে

শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন মহালয়া। পুরাণমতে এদিনেই আবির্ভাব ঘটে দেবী দুর্গার। শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই পরিচিত মহালয়া হিসেবে।  এবার দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তে আসবেন দোলায় চড়ে,যাবেন গজে করে ।

এ বছর করোনাভাইরাস মহামারিকালেই শুরু হলো দেবীপক্ষের সূচনা। আর তাই স্বাস্থ্যবিধি মেনেই চলছে মাতৃ বন্দনা।

শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্যদিয়ে বিভিন্ন পূজামণ্ডপে মহালয়ার অনুষ্ঠান শুরু হয়েছে। এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও দেবীর প্রশস্তিগাঁথা। এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়। এবার বনানী মাঠের পরিবর্তে বনানী ফাউনডেশনে মহালায়ার চন্ডীপূজা, আবাহনী সঙ্গীত, ধর্মীয় আলোচনা সভা, ভক্তিমূলক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ধর্মীয় রীতিনীতির কারণে দুর্গোৎসব শুরুর মাস আশ্বিন এ বছর মল মাস অর্থাৎ অশুভ মাস হিসেবে বিবেচিত হওয়ায় দূর্গাপুজা শুরু হবে মহালয়ার প্রায় একমাস পর অর্থাৎ কার্তিক মাসে যা তিথি ও ক্ষণ অনুযায়ী ২২শে অক্টোবর।

আরও পড়ুন