বাংলাদেশ, জেলার সংবাদ, আইন ও কানুন

মহেশখালীতে ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ১২ই আগস্ট ২০২০ ০৮:৪১:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের মহেশখালীতে তিন বছর আগে কথিত বন্দুকযুদ্ধে আব্দুস সাত্তার নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় টেকনাফের সাবেক ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক নারী।

অভিযোগের শুনানি শেষে আদালত বৃহস্পতিবার (১৩ই আগস্ট) আদেশ দেবে বলে জানিয়েছেন, বাদীপক্ষের আইনজীবী। আজ বুধবার সকালে মহেশখালীর জেষ্ঠ্য বিচারিক হাকিম আব্বাস উদ্দিনের আদালতে নিহত সাত্তারের স্ত্রী হামিদা আক্তার অভিযোগ দায়ের করেন। অভিযোগে মহেশখালী থানার তৎকালীন ওসি প্রদীপসহ ৫ পুলিশ সদস্য রয়েছেন।

অভিযোগে ২৯ আসামির মধ্যে প্রধান আসামি জলদস্যুতায় জড়িত ফেরদৌস বাহিনীর প্রধান ফেরদৌস। ২০১৭ সালের ১৪ই ফেব্রুয়ারি সকালে হোয়ানকের পাহাড়ী এলাকায় কথিত দুই জলদস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় আব্দুস সাত্তারকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডে পুলিশকে সহায়তা করে ফেরদৌস বাহিনী নামের জলদস্যু বাহিনী।  এ ঘটনায় পুলিশ তখন মামলা নেয়নি বলে অভিযোগ করেন মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।  

আরও পড়ুন