বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ১২:৩২:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত তোরাব আলী (৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১১ই এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় সে নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কুসুমদিয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। আসামি তোরাব আলী কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া (কারিকর পাড়া) গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার এসআই গনপশ বিশ্বাস অভিযান চালিয়ে তাকে বাইরপাড়া নামক এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তোরাব আলী মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

আরও পড়ুন