বাংলাদেশ, জেলার সংবাদ

মাদারীপুরে একদিনে নতুন ২৬ জনের করোনা শনাক্ত

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা জুন ২০২০ ০৭:৫৯:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৬ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ১১ জন, কালকিনি ৮ জন, রাজৈর ২ জন এবং শিবচর ৫ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৪৯ জনে। 

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৬ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা হলো ১৪৯ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে আনার প্রক্রিয়াধীন রয়েছে।
 
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তিদের ঠিকানা মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর, চরকুলপদ্দি, দুধখালী, মিঠারপুর, দূর্গাবর্দ্দী ও বোয়ালিয়া এলাকায়। 

সূত্র আরো জানা যায়, জেলায় এ পর্যন্ত (১লা জুন) মোট ২৭১৬ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২১২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ জন।

স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৪৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, শিবচর উপজেলায় ৩৪ জন, রাজৈর উপজেলায় ৫২ জন এবং কালকিনি উপজেলায় ২৫ জন।

আরও পড়ুন