আন্তর্জাতিক, অন্যান্য

মাদ্রাসায় বন্দী থাকা দেড়শ শিক্ষার্থী উদ্ধার

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২০শে অক্টোবর ২০১৯ ০৩:৫১:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশের একটি মাদ্রাসা থেকে বন্দী অবস্থায় থাকা দেড়শ ছাত্র-ছাত্রীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

উদ্ধারকৃতদের শরীরে নানা ধরনের নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ নিয়ে চলতি মাসে চারটি মাদ্রাসা থেকে অভিযানে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।  

পুলিশ জানিয়েছে, স্কুলগুলোতে শিক্ষার্থীদের দেয়ালের সাথে বেঁধে চাবুক দিয়ে পেটানো হতো। কখনো যৌন নির্যাতনও করা হতো বলে জানায় শিক্ষার্থীরা। বেশ কিছুদিন ধরেই মাদ্রাসাগুলোতে সরকারের কঠোর নিয়ন্ত্রণ আনতে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির ওপর চাপ সৃষ্টি করছে বিভিন্ন পক্ষ।    

আরও পড়ুন