বাংলাদেশ, ভ্রমণ, জেলার সংবাদ

মাধবকুণ্ডের পানিতে ভাসছে মরা মাছ, বাতাসে দুর্গন্ধ

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ০৮:৫৮:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজার বড়লেখার দৃষ্টিনন্দন মাধবকুণ্ড জলপ্রপাতের পানিতে গত তিন দিন ধরে বিভিন্ন জাতের মাছ ও জলজ প্রাণী মরে ভেসে উঠেছে। এতে জলপ্রপাতের পানির পাশাপাশি এলাকার বাতাসেও দুর্গন্ধ ছড়াচ্ছে।

গত শনিবার সকাল থেকে মাধবকুণ্ডের জলপ্রপাতের পানিতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ভেসে উঠতে শুরু করে। এর মধ্যে রয়েছে পাহাড়ি বামাস মাছ, কাঁকড়া, পুঁটি, পাহাড়ি চিংড়ি, সরপুঁটি, ব্যাঙসহ বিভিন্ন ধরনের জলজ প্রাণী।

মাধবকুণ্ডের পানিতে দুর্গন্ধ ছড়ানো ঠেকাতে ইকোপার্কের কর্মীরা এগুলো তুলে অন্য স্থানে ফেলে দিচ্ছেন।

মৎস বিভাগের কর্মকর্তা জানান, মাধবকুন্ডের পানির গুণাগুণ পরীক্ষা করা হয়েছে। এতে পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি।  তবে ধারণা করা হচ্ছে পাহাড়ি বিষলতা কেউ পানিতে দিয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, "বিষলতা নামের পাহাড়ি গুল্মজাতীয় লতার রস পানিতে মিশিয়ে দিলে মাছ মারা যায়। আমরা ধারণা করছি, এই রস কোনো দুর্বৃত্ত পানিতে মিশিয়ে দিয়েছে, তাই মাছ মরে এভেস উঠেছে।"

পানিতে ওষুধ মেশানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

পানির বিষক্রিয়ার কারণ খুঁজে বের করে দর্শনীয় মাধবকুণ্ড জলপ্রপাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি স্থানীয়দের।

আরও পড়ুন