অর্থনীতি

'অর্থনীতি বিবেচনায় বিভিন্ন কার্যক্রম সীমিত আকারে চালু করা হয়েছে'

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা জুন ২০২০ ০২:১৪:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসে অর্থনীতির গতি কিছুটা থমকে গেছে। তাই মানুষ ও অর্থনীতি বিবেচনায় বিভিন্ন কার্যক্রম সীমিত আকারে চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২রা জুন) সকাল সাড়ে ১০টায়, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় একনেক বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, মুজিববর্ষে দারিদ্রসীমা আরো কমানোর লক্ষ্য ছিলো।  তবে করোনার কারণে বিশ্বের অর্থনীতির মত দেশের অর্থনীতির গতি কিছুটা থমকে গেছে। তবে এই প্রতিবন্ধকতা থাকবে না।  সীমিত পরিসরে সবকিছু খুলে দেয়া হলেও সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান সরকারপ্রধান।

আরও পড়ুন