আবরার হত্যা

মামলার আসামী নাজমুস সাদাত সীমান্ত থেকে গ্রেপ্তার

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ০৭:১৯:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার এজাহার ভুক্ত নাজমুস সাদাত নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে, বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাঠলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তাকে ঢাকা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার বাড়ি জয়পুরহাটে বলে জানা গেছে।  

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী নাজমুস সাদাত বিরামপুরের কাঠলা সীমান্ত পথ ব্যাবহার করে ভারতে পালিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল বিরামপুর থানার সহযোগীতায় উপজেলার কাঠলা গ্রামে তার আত্মীয় রফিকুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিল ও ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

নাজমুস সাদাতের বাড়ি জয়পুরহাট জেলার কালাই উপজেলার উত্তর পাড়া গ্রামে বলে  জানায় পুলিশ। পরে তাকে ঢাকা থেকে আসা গোয়েন্দা পুলিশ ঢাকায় নিয়ে যায়। নাজমুস সাদাত বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের ছাত্র।

আরও পড়ুন